বিসমিল্লাহির রাহমানির রাহিম
সাধনায়
সাফল্য
আশার আলো কোচিং সেন্টার
আহমেদপুর,
বড়াইগ্রাম , নাটোর
আশার আলো কুইজ প্রতিযোগিতা-১
সকলের
অবোগতির জন্য জানানো যাচ্ছে যে ছাত্র ছাত্রীদের মেধাবিকাসের জন্য আগামি ২৮-০৮-২০১৫ তারিখ রোজ শুক্রবার সকাল ৯.০০
ঘটিকায় আশার আলো কোচিং সেন্টার এর আয়োজনে আশার আলো কুইজ প্রতিযোগিতার আয়োজন করা
হয়েছে । ৩য় শ্রেণী হইতে ৫ম শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রীরা এই প্রতিযোগিতায়
অংশগ্রহণ করতে পারবে ।
সেরা তিন জন পাবে তিনটি আকর্ষণীয় পুরস্কার । প্রশ্ন ও উত্তর পত্র কোচিং থেকে দেওয়া
হবে ।
নম্বর বন্টন : বাংলা ,গণিত, ইংরেজী,বিজ্ঞান ও সাধারণ জ্ঞান সহ
প্রতি বিষয়ে ৫ নম্বর করে মোট ২৫ নম্বর থাকবে ।
আসনসংখ্যা :
৩য় শ্রেণী ২৫ জন ৪থ শ্রেণী ২৫ জন ৫ম শ্রেণী ৫০ জন ।
বিঃদ্রঃ যে সকল
ছাত্র ছাত্রীরা প্রতিযোগিতায় অংশগ্রহন করতে ইচ্ছুক তারা আগামি
২৭-৮-২০১৫ ইং সকাল ১১.০০ ঘোটিকার মধ্যে আশার আলো
কোচিং সেন্টারে এসে ফ্রি রেজিস্টেশন করতে হবে ।
আয়োজনে
আশার
আলো কোচিং সেন্টার
০১৭৪৪-৩১৩৭২৪
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন